বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

অবশেষে পেছাল টোকিও অলিম্পিক

ক্রীড়া ডেস্ক

সারা বিশ্বই ভুগছে করোনাভাইরাসে। অসংখ্য ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে গেছে। টোকিও অলিম্পিক নিয়েও ছিল সংশয়। অনেকেই দাবি করছিল, টোকিও অলিম্পিক পিছিয়ে যাক। কানাডা ও অস্ট্রেলিয়া তো অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহারই করে নিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেশ সময় নিল। অবশ্য শেষ পর্যন্ত অলিম্পিক গেমস পিছিয়ে নিতে বাধ্য হয়েছে। আগামী জুলাইয়ে জাপানের টোকিওতে হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত গেমসটি। অধিকাংশ অংশগ্রহণকারী দেশেরই দাবি ছিল, অন্তত এক বছর পিছিয়ে ২০২১ সালে আয়োজন করা হোক অলিম্পিক গেমস। সেই দাবি মেনে নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গতকাল জানালেন, আইওসির প্রধান থমাস বাচ টোকিও অলিম্পিক স্থগিত করার ব্যাপারে সম্মত হয়েছেন।

 ১২৪ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো স্থগিত করা হলো অলিম্পিক গেমস। এর আগে বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬, ১৯৪০ এবং ১৯৪৪ সালের অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। বিশ্বব্যাপী প্রবল সমালোচনার মুখে পড়ার পরও অলিম্পিকের ভবিষ্যৎ নির্ধারণের জন্য চার সপ্তাহ সময় চেয়েছিল টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি। তবে শিনজো অ্যাবে জানিয়েছেন, অলিম্পিকের এবারের আসর ১ বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাবে শতভাগ সম্মতি দিয়েছেন বাচ।

সর্বশেষ খবর