বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

কভিড-১৯ প্রতিরোধে বিশ্বসেরাদের আহ্বান

ফিফা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ লড়াই

রাশেদুর রহমান

কভিড-১৯ প্রতিরোধে বিশ্বসেরাদের আহ্বান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডানোম ও ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো

করোনাভাইরাস পৃথিবীজুড়েই ছড়িয়ে পড়েছে। মহামারীর রূপ নিয়েছে অনেক আগেই। এই ভাইরাস প্রতিরোধে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে সতর্কতামূলক প্রচারণা শুরু করেছে। এই ভিডিও প্রচারণায় অংশ নিচ্ছেন বর্তমান ও সাবেক ফুটবল তারকারা। তারা ফুটবল সমর্থকসহ সারা বিশ্বের মানুষের কাছে পাঁচটি বিষয় মেনে চলার আহ্বান জানাচ্ছেন। ভিডিও প্রচারণার নাম দেওয়া হয়েছে, ‘পাস দি মেসেজ টু কিক আউট করোনাভাইরাস’। ডব্লিউএইচওর উপদেশ অনুযায়ী পাঁচটি বিষয় মেনে চলার আহ্বান জানাচ্ছেন ফুটবলাররা। সেগুলো হচ্ছে- হাত ধোয়া, মুখ স্পর্শ না করা, হাঁচি ও কাশির সময় কনুইয়ের ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং অসুস্থতা অনুভব করলে বাড়িতে অবস্থান করা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডানোম গেব্রেইয়াসাস সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত হেডকোয়ার্টারে ভিডিও প্রচারণা সম্পর্কে বলেন, ‘ফিফা এবং ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো মহামারীর শুরু থেকেই সতর্কতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভিডিওর মাধ্যমে। করোনাভাইরাসের বিরুদ্ধে ফিফা কেবল প্রচারণায়ই অংশ নিচ্ছে না, তহবিলও সংগ্রহ করছে। আমি অত্যন্ত আনন্দিত যে, ফিফা করোনাভাইরাস মোকাবিলায় ডব্লিউএইচওকে সমর্থন দিয়ে যাচ্ছে। কোনো সন্দেহ নেই, ঐক্যবদ্ধ হয়ে আমরা বিজয়ী হব।’

ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদেরকে দলগতভাবে লড়াই করতে হবে। ফিফা ডব্লিউএইচওর সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে, কারণ স্বাস্থ্য রক্ষা করাটাই এখন প্রথম বিবেচ্য। আমি সারা বিশ্বের ফুটবল কমিউনিটিকে আহ্বান করছি, আমরা যে বার্তা মানুষের কাছে পৌঁছাতে চাই তাতে অংশগ্রহণ করুন। কিংবদন্তি ফুটবলারদের অনেকেই যারা দারুণ ফুটবল খেলেছেন তারাও এ প্রচারণায় অংশ নিয়েছেন। কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছেন তারাও।’ ২৮ জন সাবেক ও বর্তমান ফুটবলার করোনাভাইরাসবিরোধী লড়াইয়ে ফিফা ও ডব্লিউএইচওর সঙ্গী হয়েছেন। ভিডিওবার্তাটি ফিফার পক্ষ থেকে ২১১টি সদস্য দেশকে দিয়ে দেওয়া হচ্ছে। সবাই মিলেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে ছুটে চলছে।

 

লিওনেল মেসি, আর্জেন্টিনা

মুখ স্পর্শ না করা

মানুষ হাত দিয়ে অসংখ্য স্থান স্পর্শ করে। দ্রুতই ভাইরাসের সংস্পর্শে চলে আসে। একবার হাত ভাইরাসের সংস্পর্শে এলে তা মুখের মাধ্যমে পুরো শরীরে সংক্রমিত হতে পারে। এ কারণে বারবার মুখ স্পর্শ করা থেকে দূরে থাকা উচিত। এ নিয়ে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ভিডিওবার্তায় বলেছেন, ‘আপনার মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন, বিশেষ করে আপনার চোখ, নাক অথবা মুখ। এতে ভাইরাস আপনার শরীরে প্রবেশ করবে না।’

 

স্যামুয়েল ইতো, ক্যামেরুন

উপসর্গ জানা

জ্বর, কাশি অথবা শ্বাস নিতে সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। সমস্যা দেখা দিলে অতি দ্রুত ডাক্তার ডাকুন। স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন। স্থানীয় স্বাস্থ্যসেবা সহজেই পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করুন। এ ব্যাপারে সাবেক বার্সেলোনা তারকা ক্যামেরুনের স্যামুয়েল ইতো বলেন, ‘যদি আপনি নিজেকে অসুস্থ মনে করেন, বাড়িতে থাকুন। দয়া করে স্থানীয় কর্তৃপক্ষের সব উপদেশ মেনে চলুন।’

 

অ্যালিসন বেকার, ব্রাজিল

হাত ধোয়া

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম অস্ত্র হচ্ছে বারবার হাত ধোয়া। এক্ষেত্রে সাবান ও পানি ব্যবহার করতে হবে। অথবা অ্যালকোহল দিয়ে তৈরি স্যানিটাইজার ব্যবহার করতে হবে হাতকে ভাইরাসমুক্ত রাখার জন্য। এটা সহজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার বলছেন, ‘এটা আপনার হাতের মাধ্যমে শুরু হয়। দয়া করে আপনার হাত বারবার পরিষ্কার করুন। সাবান আর পানি ব্যবহার করুন। প্রয়োজনে অ্যালকোহল দিয়ে তৈরি স্যানিটাইজার ব্যবহার করুন।’

 

কার্লি লয়েড, যুক্তরাষ্ট্র

কনুইয়ের কাজ

করোনাভাইরাস সাধারণত নাক ও মুখের মাধ্যমেই শরীরে প্রবেশ করে। তাছাড়া কোনো আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকেও ভাইরাস ছড়িয়ে পড়ে। এ কারণে মাস্ক ব্যবহারের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি কমাতে হবে। দুবারের বিশ্বকাপজয়ী মার্কিন নারী ফুটবলার কার্লি লয়েড বলেন, ‘হাঁচি ও কাশি দেওয়ার সময় আপনার নাক ও মুখের সামনে কনুই অথবা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু দ্রুত ডাস্টবিনে নিক্ষেপ করুন এবং হাত ধুয়ে ফেলুন।’

 

হ্যান ডুয়ান, চীন

দুরত্ব বজায় রাখা

করোনাভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ার মতোই একটি সংক্রামক ভাইরাস। মানুষ থেকে মানুষে এমনকি বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। এ কারণে একে-অপরের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। সামাজিক কর্মকা-েও অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে আশপাশে কেউ হাঁচি অথবা কাশি দিলে তার থেকে দূরত্ব বজায় রাখুন। চীনা ফুটবলার হ্যান ডুয়ান বলেন, ‘সামাজিক যোগাযোগ থেকে বিরত থাকুন। অন্যদের থেকে অন্তত এক মিটার দূরে থাকুন।’

 

ভিডিও বার্তায় ১৩ ভাষায়

অংশ নেওয়া ২৮ ফুটবলার

লিওনেল মেসি, আর্জেন্টিনা

হুয়ান সেবাস্তিয়ান ভেরন, আর্জেন্টিনা

অ্যালিসন বেকার, ব্রাজিল

জিয়ানলুইগি বুফন, ইতালি

জাভি হার্নান্দেজ, স্পেন

ইকার ক্যাসিয়াস, স্পেন

কার্লোস পুয়ল, স্পেন

স্যামুয়েল ইতো, ক্যামেরুন

ইয়াইয়া তোরে, আইভরি কোস্ট

রাদামেল ফ্যালকাও, কলম্বিয়া

ফিলিপ লাম, জার্মানি

মিরোস্লাভ ক্লোসা, জার্মানি

ডসলিয়া স্যাসিচ, জার্মানি

গ্যারি লিনেকার, ইংল্যান্ড

কার্লি লয়েড, যুক্তরাষ্ট্র

অ্যাসাকো তাকাকুরা, জাপান

মিডো, মিসর

মাইকেল ওয়েন, ইংল্যান্ড

পার্ক জিসাঙ, দক্ষিণ কোরিয়া

ভ্যালেরি কারপিন, রাশিয়া

লরা জর্জেস, ফ্রান্স

ইউরি জোরকাফ, ফ্রান্স

হ্যান ডুয়ান, চীন

সুন ওয়েন, চীন

সুনীল ছেত্রী, ভারত

সামি আল জাবের, সৌদি আরব

আমর বেলোজুগলো, তুরস্ক

জেয়ারড বোরগেত্তি, মেক্সিকো

সর্বশেষ খবর