বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

মেসি-রোনালদো-গার্ডিওলার অনুদান ২৮ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক

মেসি-রোনালদো-গার্ডিওলার অনুদান ২৮ কোটি টাকা

বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা এবং জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার এজেন্ট মিলে বিশাল অঙ্কের অনুদান দিয়েছেন করোনাভাইরাসে আক্রান্তদের জন্য। তিনজনই ১ মিলিয়ন ইউরো করে দান করেছেন। মেসি, রোনালদো ও গার্ডিওলার অনুদানের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা। মেসি তার এক মিলিয়ন ইউরো দান করেছেন বার্সেলোনার হাসপাতালকে। যারা করোনাভাইরাসে আক্রান্তদের সারিয়ে তোলার জন্য যুদ্ধ করে যাচ্ছে। বার্সার হাসপাতালটি মেসির অনুদান পাওয়ার কথা স্বীকার করেছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মেসির সাবেক বস পেপ গার্ডিওলাও বার্সেলোনাতেই দান করেন তার এক মিলিয়ন ইউরো। তবে হাসপাতালের যন্ত্রপাতি, রোগীর বেড এবং ডাক্তারদের পোশাক ক্রয়ে ব্যয় করা হবে তার অর্থ।  ক্রিস্টিয়ানো রোনালদো ও তার এজেন্ট জর্জ মেন্দেস মিলে অনুদান দিয়েছেন পর্তুগালের দুই হাসপাতালকে। পর্তুগালেই নিজের বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন এই সুপারস্টার। রোনালদোদের টাকায় তৈরি করা হবে হাসপাতালের তিনটি নিবিড় পরিচর্যা ইউনিট।

সর্বশেষ খবর