বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

অলিম্পিক পেছানোয় রোমানের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক

শেষ পর্যন্ত করোনাভাইরাসের কাছে অলিম্পিকও হার মেনেছে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ও আয়োজক জাপান চাচ্ছিল চলতি বছরে নির্দিষ্ট সময়ে অলিম্পিক গেমসের পর্দা উঠাতে। মশালও প্রজ্বালন করা হয়েছিল। কিন্তু ২০২১ অর্থাৎ এক বছরের জন্য পিছিয়ে গেছে বিশ্ব ক্রীড়ার এই সেরা উৎসব। অলিম্পিক ঘিরে বাংলাদেশিদের আগ্রহ কখনো ছিল না। কেননা প্রতিযোগীদের মার্চ পাস্টে অংশ নেওয়া ছাড়া কিছুই ছিল না। এবারে টোকিও অলিম্পিকের বিষয়টি ছিল ভিন্ন। প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন আর্চার রোমান সানা। তিনি প্রস্তুতিও শুরু করে দেন। অলিম্পিক পিছিয়ে যাওয়ায় তিনি খুশি। বললেন অপেক্ষা আমার বাড়ল, প্রস্তুতি নেওয়ার সময় পেলাম। আশা করি এই এক বছরের মধ্যে নিজেকে ভালোভাবে তৈরি করতে পারব। প্রতিদ্বন্দ্বিতা করতে পারব লড়াইয়ে মানসিকতা নিয়ে।

সর্বশেষ খবর