শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

আর্তমানবতার পাশে দাঁড়াতে চান মাবিয়া

ক্রীড়া প্রতিবেদক

আর্তমানবতার পাশে দাঁড়াতে চান মাবিয়া

ভয়াবহ করোনাভাইরাসে আপাতত সবকিছু থমকে গেছে মাবিয়া আক্তার সীমান্তর। আগামী মাসেই ১৬ তারিখ থেকেই উজবেকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ। কিন্তু  হচ্ছে না। তাই বসে না থেকে এখন আত্মমানবতার পাশে দাঁড়াতে চান মাবিয়া। তিনি বলেন, ‘নিজেকে বেশ গুছিয়ে নিচ্ছিলাম। আগের ছয়টি গেমস ভালো করায় আশা ছিল উজবেকিস্তানে ওয়াইল্ডকার্ড পাবার মতো পারফরম্যান্স করতে পারব। ওয়েলকার্ড পাওয়া মানেই টোকিও অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। সেই স্বপ্ন ভেস্তে গেল। তবে এভাবে অলস সময় কাটাতে চাই না। দুর্যোগের সময় আর্তমানবতার পাশে দাঁড়ানো আমার কর্তব্য। জানি না তা কীভাবে সম্ভব?’

সর্বশেষ খবর