রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
ফুটবল

এক ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাবেই আক্রান্তের সংখ্যা ২৫

মার্কা ডট কম

এক ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাবেই আক্রান্তের সংখ্যা ২৫

ভ্যালেন্সিয়া ফুটবল দল, স্পেন

সারা পৃথিবীতে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লাখের উপর। মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। স্পেনে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ হাজার এবং মৃতের সংখ্যা ৬ হাজারের কাছাকাছি। প্রাণঘাতী করোনার সংক্রমণে দেশটির জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। লকডাউন গোটা স্পেন। তারপরও দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বেড়ে চলেছে মৃতের সংখ্যা। পরিস্থিতি ভয়াবহরূপ ধারণ করেছে। এরমধ্যেই রেডিও মার্কা খবর জানিয়েছে, স্পেনের জনপ্রিয় ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার মূল একাদশের ১০ ফুটবলারসহ ২৫ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ৮ ফুটবলারের মধ্যেও করোনাভাইরাসের সিমটম পরিলক্ষিত হয়েছে। 

ধারণা করা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টা ও ভ্যালেন্সিয়া ম্যাচের পর করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে দুই দেশে। দুই ক্লাবের ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৪০ হাজার দর্শক। ম্যাচ শেষে দেশে ফেরার পর ভ্যালেন্সিয়ার ফুটবলার ও স্টাফদের পরীক্ষা করা হয়েছিল। তখনই জানা গিয়েছিল ৩ ফুটবলারসহ ৫ জন আক্রান্ত হয়েছেন। দুই সপ্তাহ পর সেটা বেড়ে এখন ২৫ জন হয়েছে।

সর্বশেষ খবর