রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
বাফুফের সহযোগিতা চায় ক্লাবগুলো

চুক্তিভুক্ত খেলোয়াড় নিয়ে বিকল্প চিন্তা

ক্রীড়া প্রতিবেদক

চুক্তিভুক্ত খেলোয়াড় নিয়ে বিকল্প চিন্তা

‘করোনাভাইরাসে যেখানে জীবন মরণ সমস্যা, সেখানে বেতনের ব্যাপার নিয়ে আলোচনা করাটাও অমানবিক হবে। তবে লোকসান এড়াতে বিকল্প কিছুতো ভাবতে হবে। বাফুফে আমাদের অভিভাবক সংস্থা তারাই বিষয়টি নিয়ে ফিফা কিংবা এএফসির সঙ্গে আলোচনা করতে পারে। নিশ্চয় একটা সমাধান পাওয়া যাবে।’

অনির্দিষ্টকালের জন্য পেশাদার ফুটবল লিগ স্থগিত হয়েছে। করোনাভাইরাস কবে নির্মূল হবে তা নিশ্চিত নয়। এমনও হতে পারে চলতি মৌসুমে মাঠে গড়াবে না ফুটবল। এ অবস্থায় কী হবে? কারণ ক্লাবগুলো নিয়ম মেনেই স্থানীয় ও বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করে। পেশাদার লিগ বলে আবার মাসে মাসে বেতন দিতে হবে। পেশাদার লিগে ১৩টি ক্লাব। সব মিলিয়ে বিদেশি ফুটবলারের সংখ্যা ৬০ জনের বেশি। তারপর আবার কোচ, ট্রেনার এবং গোলরক্ষক প্রশিক্ষকও আছে। এ অবস্থায় সমাধান কি? দীর্ঘদিন খেলা বন্ধ থাকলে ফুটবলারদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার পক্ষে নয় ক্লাবগুলো।

প্রতিটি ক্লাবের ক্যাম্প বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের ছুটি দেওয়া হয়েছে। ফ্লাইট বন্ধ থাকায় বিদেশিরা দেশে ফিরতে পারছেন না। তাদের আবার বেতন বাকি পড়লে ফিফার কাছে নালিশ করে। তা ছাড়া স্থানীয়দের বেতনের বিষয়টি আছে। এ নিয়ে ক্লাব কর্মকর্তারা যেমন নিজেদের মধ্যে আলোচনা করছেন, তেমনিভাবে বাফুফেরও পরামর্শ নিচ্ছেন। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, করোনাভাইরাসে যেখানে জীবন মরণ সমস্যা, সেখানে বেতনের ব্যাপার নিয়ে আলোচনা করাটাও অমানবিক হবে। তবে লোকসান এড়াতে বিকল্প কিছুতো ভাবতে হবে। বাফুফে আমাদের অভিভাবক সংস্থা তারাই বিষয়টি নিয়ে ফিফা কিংবা এএফসির সঙ্গে আলোচনা করতে পারে। নিশ্চয় একটা সমাধান পাওয়া যাবে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুর একই বক্তব্য। এই পরিস্থিতিতে অবশ্যই আমরা বাফুফের সহযোগিতা চাই।

সর্বশেষ খবর