রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

দুস্থ পরিবারের পাশে মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বাংলাদেশ লকডাউন। এরমধ্যেই অসহায় দুস্থদের সাহায্য করছেন ক্রীড়াবিদরা। ২৭ ক্রিকেটার বেতনের ৫০ শতাংশ দান করেছেন। মাশরাফি বিন মর্তুজা নড়াইলে নিজ এলাকায় গরিবদের সাহায্য করেছেন। এবার মোসাদ্দেক হোসেন সৈকত ময়মনসিংহে নিজ এলাকার ২০০ দুস্থ গরিবের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেছেন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক লিখেছেন, ‘দেশের ১৬ কোটি মানুষের প্রায় ৬ কোটি অসহায় ও গরিব দুস্থ। এক বেলার খাবার জোটাতেই হিমশিম খেতে হয় তাদের। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই সবচেয়ে বিপদে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে ময়মনসিংহের অসহায় দুস্থ ও গরিব  লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।’

সর্বশেষ খবর