মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

টুকিটাকি

স্টেডিয়াম দিল ম্যানসিটি

করোনাভাইরাসের কারণে উদ্ভূত ভয়াবহ পরিস্থিতিতে ফুটবল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ফিফা কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে। এবার এগিয়ে এল ম্যানচেস্টার সিটি। নিজেদের স্টেডিয়ামটাই অনুদান হিসেবে দিয়ে দিল তারা ইংল্যান্ডের ন্যাশনাল হেল্্থ সার্ভিসকে (এনএইচএস)।

 

চ্যাম্পিয়ন লিভারপুল!

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া লিগ পুনরায় মাঠে গড়াবে কিনা তা নিয়ে এরই মধ্যে সংশয় শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলে। তবে পয়েন্ট তালিকায়  এগিয়ে থাকা লিভারপুলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান ম্যানচেস্টার সিটির জার্মান ফুটবলার ইলকে গুনডোগান।

 

পিছিয়ে যাচ্ছে উইম্বলডনও

বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন পিছিয়েছে আগেই। মে মাসের পরিবর্তে রোঁলা গারোতে ফ্রেঞ্চ ওপেন শুরু হবে সেপ্টেম্বরে। উইম্বলডন শুরু হওয়ার কথা ২৯ জুন। কিন্তু করোনাভাইরাসের কারণে উইম্বলডনও পিছিয়ে যাচ্ছে।

 

বেড়েছে টিটি টেবিল বিক্রি

করোনাভাইরাসের কারণে বেশিরভাগ ক্রীড়া ইভেন্টই স্থগিত হয়ে গেছে। আউটডোর স্পোর্টস বলতে গেলে পুরোপুরিই বন্ধ। মানুষ এবার ঘাম ঝরানোর উপায় হিসেবে বেছে নিচ্ছে টেবিল টেনিসকে। ঘরের ভিতরে অল্প একটু স্থানেই খেলা সম্ভব টেবিল টেনিস। এই কারণে টেবিল টেনিসের টেবিল বিক্রি অনেক বেড়ে গেছে।

 

ওয়াহেদের খাদ্য বিতরণ

জাতীয় দলের সাবেক ফুটবলার ওয়াহেদ আহমেদ পরিবার নিয়ে দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই নিজ শহর সিলেটের দিনমজুরদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ১৫০ পরিবারকে তার আত্মীয়-স্বজনদের মাধ্যমে খাদ্যসামগ্রী সহায়তা করছেন।

 

শেখ রাসেলের কর্মকর্তা...

খেলা নেই। তবে একেবারে ঘরে বসে নেই খেলোয়াড় ও কর্মকর্তারা। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেছেন তারা। গতকাল পুরান ঢাকার ওয়ারীতে চাল, ডাল, তেল, লবণ, চিনি বিতরণ করেছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর