শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ক্রিকেটারদের বেতন কাটছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের বেতন কাটছে না বিসিবি

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। কভিড-১৯ মহামারীতে স্থবির গোটা বিশ্ব। বন্ধ হয়ে পড়েছে সব ধরনের খেলাধুলা। বাংলাদেশও এর বাইরে নয়। সবধরনের খেলাধুলা বন্ধ হওয়ায় আর্থিক সংকটের মুখে দেশগুলোর ফেডারেশন, ক্রিকেট বোর্ডসহ অপরাপর সংস্থাগুলো। করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন যেভাবে বাড়ছে, কখন এই ক্রান্তিকাল থেকে মুক্তি পাবে বিশ্ব, সেটা বলতে পারছে না কেউই। খেলাধুলা যাতে বন্ধ হয়ে না পড়ে, সেজন্য দেশসমূহের ফেডারেশনগুলো আর্থিক সহায়তার ঘোষণা দিচ্ছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড দেশটির ক্রিকেট বাঁচাতে ৬১ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ ঘোষণা করেছে। করোনা প্রতিরোধে ৫১ কোটি রুপি আর্থিক সহায়তার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কোনো প্যাকেজ ঘোষণা করেনি। তবে ক্ষতি পুষিয়ে নিতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারতীয় ক্রিকেট বোর্ড চিন্তাভাবনা করছে চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন কর্তনের।  কিন্তু সে পথে হাঁটছে না বিসিবি। ক্রিকেটারদের বেতন কাটাও চিন্তা তাদের নেই। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতেও আগামী ৫/৬ বছর ক্রিকেট চালিয়ে নিতে পারবে বিসিবি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা এখনো সিদ্ধান্ত নেয়নি চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন কাটা বিষয়ে। তবে দেশটির সাবেক ক্রিকেটার অশোক মালহোত্রা জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটাররা যেন মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাদের বেতন কাটার বিষয়ে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন জানিয়েছেন, এমন উদ্ভুত পরিস্থিতিতে যদি বেতন কেটে নেয় ক্রিকেট বোর্ড, সেটা মেনেই ক্রিকেট খেলবেন তারা। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিমধ্যেই দেশটির ক্রিকেট বাঁচাতে ৬১ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ দিয়েছে। ইসিবির সিইও টম হ্যারিসন জানিয়েছেন, দেশটির ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ক্যাটাগরি বিশেষে ১০ থেকে ২৫ শতাংশ অর্থ কাটতে পারে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ছাঁটাইয়ের পথে হাঁটছে। অথচ বিসিবি এই দুঃসময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে। আর্থিক সহায়তা করছে। প্রথম রাউন্ড শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে প্রিমিয়ার ক্রিকেট। এরফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্রিকেটাররা। ক্রিকেট আবার কবে মাঠে গড়াবে, সে বিষয়ে নিশ্চিত নন কেউই। ক্রিকেটাররা যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সেজন্য প্রিমিয়ার ক্রিকেটের চুক্তিভুক্ত ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দিচ্ছে। শুধু তাই নয়, মহিলা ক্রিকেটারদেরও ২০ হাজার টাকা করে দিবে। দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য আরও পরিকল্পনা রয়েছে বলেন বিসিবি সিইও নিজামুদ্দিন সুজন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড যখন চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন কাটার কথা ভাবছে, তখন আমরা সে পথে হাঁটছি না। বরং আমরা ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা দিতে পাশে থাকছি। প্রিমিয়ার ক্রিকেটারদের ৩০ হাজার এবং মহিলা ক্রিকেটারদের ২০ হাজার টাকা করে দিয়েছি। আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে এই দুর্যোগময় মুহুর্ত কাটানোর।’

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড দেশটির ক্রিকেট বাঁচাতে ৬১ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ ঘোষণা করেছে। করোনা প্রতিরোধে ৫১ কোটি রুপি আর্থিক সহায়তার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কোনো প্যাকেজ ঘোষণা করেনি। ক্ষতি পুষিয়ে নিতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারতীয় ক্রিকেট বোর্ড চিন্তাভাবনা করছে চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন কর্তনের।  কিন্তু সে পথে হাঁটছে না বিসিবি

ইংলিশ ক্রিকেট বোর্ড ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেট বাঁচানোর জন্য নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে। ইংলিশ ক্রিকেট বোর্ড ২১ মিলিয়ন পাউন্ড বিনা সুদে ঋণ নেওয়ার কথা ভাবছে। আফ্রিকানরা ছাঁটাইয়ের কথা ভাবছে। সেখানে বিসিবি সিইও জানিয়েছেন ক্রিকেট বোর্ডের বর্তমান আর্থিক যে অবস্থা, তাতে আগামী ৫/৬ বছর টিকে থাকতে পারবে, ‘করোনা পরিস্থিতিতে আমরা ভীষণ চিন্তিত। আমরা কেউই জানিনা, কবে এর শেষ হবে। অন্যান্য দেশ যেখানে ছাঁটাইয়ের কথা ভাবছে, তখন আমরা সেই পথে হাঁটছি না। আমি মনে করি আগামী ৫/৬ বছর ক্রিকেট চালিয়ে যাওয়ার মতো  অবস্থা আমাদের বোর্ডের রয়েছে।’

বাংলাদেশের সবচেয়ে ধনী ফেডারেশন বিসিবি। করোনাভাইরাসে গোটা পৃথিবীর খেলাধুলা যখন থেমে পড়েছে, তখনও ক্রিকেট বোর্ড আত্মবিশ্বাসী এই দুর্যোগ কাটিয়ে সামনে এগোনোর।

সর্বশেষ খবর