শিরোনাম
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সেই লুইসের চিরবিদায়

ক্রীড়া ডেস্ক

সেই লুইসের চিরবিদায়

ছবিতে ক্রিকেটের বৃষ্টি আইনের (ডাকওয়ার্থ/লুইস পদ্ধতি) দুই জনক পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ (বামে) ও গণিতবিদ টনি লুইস। গতকাল ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টনি লুইস

ক্রিকেটে বৃষ্টি এলেই ডাক পড়ে তার। খাতা কলম নিয়ে হিসাব কষতে হয়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বের করতে হয় কার সামনে কতোটা টার্গেট দাঁড়াবে। ক্রিকেটের অনাগত ভবিষ্যতেও হয়ত এই ধারা অব্যাহত থাকবে। কিন্তু এই পদ্ধতির উদ্ভাবক লুইসকে আর পাওয়া যাবে না। ৭৮ বছর বয়সে মারা গেছেন টনি লুইস। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও গণিতবিদ লুইস পরিসংখ্যানবিদ ফ্যাঙ্ক ডাকওয়ার্থের সঙ্গে মিলে ক্রিকেটের জন্য দারুণ এক পদ্ধতি বের করেন। দুজনের নাম মিলিয়ে এটির নাম রাখা হয় ‘ডাকওয়ার্থ-লুইস’ পদ্ধতি। ১৯৯৭ সালের ১ জানুয়ারি হারারেতে জিম্বাবুয়ে-ইংল্যান্ড ম্যাচে প্রথম এটির প্রয়োগ হয় আন্তর্জাতিক ক্রিকেটে। ১৯৯৯ সালে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে এটি ক্রিকেটের সর্বস্তরে চালু হয়। ভীষণ জটিল এই পদ্ধতি নিয়ে বিতর্ক কম নয়। তবে এখন পর্যন্ত এটিই সবচেয়ে গ্রহণযোগ্য। ২০১৪ সালে অস্ট্রেলিয়ান অধ্যাপক স্টিভেন স্টার্ন আরেকটু পরিশীলত করেন এই পদ্ধতিকে। এর পর এটির নাম বদলে হয়ে যায় ‘ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন’ পদ্ধতি। সংক্ষেপে বলা হয় ‘ডিএলএস।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর