শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ফুকুশিমায় জ্বলছে অলিম্পিক মশাল

ক্রীড়া ডেস্ক

ফুকুশিমায় জ্বলছে অলিম্পিক মশাল

কয়েক সপ্তাহ আগেই অলিম্পিক মশাল জ্বলেছে প্রাচীন গ্রিক নগরী অলিম্পিয়াতে। সেখান থেকে গত ২০ মার্চ অলিম্পিক মশাল পৌঁছেছে জাপানে। এরপর অলিম্পিক গেমসই পিছিয়ে গেছে এক বছর। তবে আশার প্রদীপ হিসেবে গতকাল থেকে জাপানি শহর ফুকুশিমায় জ্বলছে অলিম্পিক মশাল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ বলেছেন, ‘বর্তমান পৃথিবী এক কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অলিম্পিক মশাল হতে পারে টানেলের শেষ প্রান্তের প্রদীপ।’ এপ্রিল মাসজুড়েই ফুকুশিমার জে-ভিলেজ ন্যাশনাল ট্রেনিং সেন্টারে অলিম্পিক মশাল জ্বলবে বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। আগামী বছরের ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক গেমস।

সর্বশেষ খবর