শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এবার ৯১ ক্রিকেটারের আর্থিক সহায়তা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে বন্ধ দেশের সবধরনের খেলাধুলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বন্ধ করে দিয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকায় আর্থিক সংকটে ক্রিকেটাররা। এই কঠিন অবস্থায় বিসিবি পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের। প্রিমিয়ার ক্রিকেটের চুক্তিভুক্ত ক্রিকেটারদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। মেয়ে ক্রিকেটারদেরও ২০ হাজার টাকা করে দিবে। এমন কঠিন পরিস্থিতিতে বসে নেই তারাও। জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটারসহ ২৭ ক্রিকেটার তাদের বেতনের ৫০ শতাংশ ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে। এবার প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার তাদের বেতনের ৫০ শতাংশ দিতে সম্মতির কথা জানিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটাররা অনুদান দিবেন তাদের সংগঠন কোয়াবের তহবিলে। প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটারদের বেতন ক্যাটাগরি অনুযায়ী ২৮ হাজার, ২৩ হাজার ও ২০ হাজার টাকা। সব মিলিয়ে ৯১ ক্রিকেটারের বেতনের ৫০ শতাংশের পরিমাণ ৯ লাখ ৮০ হাজার ৩৭৫ টাকা।

সর্বশেষ খবর