শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বার্সেলোনার সাবেক ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার সাবেক ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত

উজ্জ্বল ক্যারিয়ার। খেলেছেন বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবে। খেলেছেন কিংবদন্তি ফুটবলার-কোচ ইউয়ান ক্রুইফের ‘ড্রিম টিম’-এর সদস্য হয়ে। ১৯৯১-৯৪ পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলা জুয়ান কার্লোস করোনাভাইরাস আক্রান্ত। ৫৫ বছর বয়সী এই লেফট ব্যাক নিজেই স্বীকার করেছেন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর। স্প্যানিশ মিডিয়াকে বৃহস্পতিবার বলেন, ‘আমি এখন ভালো অনুভব করছি। কিছুদিন ধরে আমার জ্বর ও পেশির ব্যথা ছিল। এখন কেবল খাবারের স্বাদ বুঝতে পারছি না। ওয়াইনের স্বাদ নিতে পারছি না। খাবারের স্বাদ বুঝতে না পারা সবচেয়ে অস্বস্তিকর।’ নিজেকে সুস্থবোধ করার জন্য ডাক্তারের পরামর্শ মেনে নেওয়াকে গুরুত্ব দিয়েছেন, ‘আমি স্বাভাবিক জীবন যাপন করছি ডাক্তারের নির্দেশনা মেনে চলে।’ কার্লোস স্পেনের জাতীয় দলের হয়ে খেলেছেন। এ ছাড়া তিন মৌসুমে বার্সেলোনার হয়ে খেলেছেন ৫৫টি ম্যাচ। এ সময় তিনি তিনটি লিগ শিরোপা ছাড়াও জয় করেছেন ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) ও স্প্যানিশ সুপার কাপ। ড্রিম টিমে কার্লোসের সঙ্গে খেলেছেন আলবার্তো জুবিজারেতা, রোনাল্ড কোয়েম্যান, মিগুয়েল অ্যাঞ্জেল নাদাল, মাইকের লাওড্রাপ, পেপ গার্ডিওলা, রোমারিও, রিস্টো স্টয়োচকোভদের মতো তারকা ফুটবলার।

বার্সেলোনা ছাড়াও কার্লোস খেলেছেন রিয়াল ভ্যালাদোদিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভ্যালেনসিয়ায়।

সর্বশেষ খবর