শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সালাহর সামনে উভয় সংকট

ক্রীড়া ডেস্ক

সালাহর সামনে উভয় সংকট

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়েই ক্রীড়া ইভেন্টের সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেক বড় বড় ইভেন্টই চলতি বছরের পরিবর্তে আগামী বছর অনুষ্ঠিত হবে। এর মধ্যে অলিম্পিক গেমস আর ইউরো কাপের মতো আসর ছাড়াও আছে আফ্রিকান নেশন্স কাপ। চলতি বছর এপ্রিলের পরিবর্তে আফ্রিকান নেশন্স কাপ হতে পারে আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। মিসরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ বেশ বিপদেই আছেন এই নিয়ে। আগামী বছর অলিম্পিক ও নেশন্স কাপ থাকায় উভয় সংকটেই পড়তে যাচ্ছেন সালাহ। একদিকে জাতীয় দলের ডাক। অন্যদিকে থাকবে ক্লাবের প্রতি দায়িত্ব। কী করবেন সালাহ! সাবেক মিসরীয় ফুটবলার মিডো বলেন, ‘ফিফার আইন বলে তারা (লিভারপুল) সালাহকে জাতীয় দলে যোগ দেওয়া থেকে বিরত রাখতে পারে না। কিন্তু সালাহ নিজ থেকে চাইলে ভিন্ন কথা।’ নেশন্স কাপ খেলতে গেলে লিভারপুলকে বেশ বড় সময় সালাহকে ছাড়াই চলতে হবে আগামী মৌসুমে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর