শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এজব্যাস্টনে করোনা টেস্ট সেন্টার

ক্রীড়া ডেস্ক

১৩৮ বছরের পুরনো এজব্যাস্টন ক্রিকেট গ্রাউন্ড। ইংল্যান্ডের অন্যতম কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের নিজস্ব মাঠটিতে টেস্ট খেলা হচ্ছে ১১৮ বছর ধরে। ঐতিহ্যবাহী স্টেডিয়ামটি এখন মানব সেবায় ব্যবহৃত হবে। মারণঘাতী করোনাভাইরাস শনাক্ত করার জন্য ‘টেস্ট সেন্টার’ হিসেবে ব্যবহৃত হবে ক্রিকেটের বহু পরিচিত স্টেডিয়াম এজব্যাস্টন ক্রিকেট গ্রাউন্ড। সম্প্রতি ক্লাব কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, স্টেডিয়ামের একটি অংশ ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) কর্মীদের জন্য ছেড়ে দেবে। যাতে ওখানে তাঁরা প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের কাজ করতে পারেন। করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন তছনছ। বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে কভিড-১৯ সংক্রমণে। ইংল্যান্ডে করোনাভাইরাস রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৩৮১৬৮ জন এবং মৃতের সংখ্যা ৩৬০৫। এপ্রিলের মধ্যে প্রতিদিন ১ লাখ লোকের পরীক্ষার উদ্যোগ নিয়েছে এনএইচএস। তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়ার কথা বলেছেন ওয়ারউইকশায়ারের সিইও নিল স্নোবল, ‘করোনাভাইরাস মহামারীর এই সময়ে এনএইচএসের স্টাফরা দুর্দান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের স্টেডিয়ামটি তাঁদের ব্যবহারে দিতে পেরে খুবই আনন্দিত।’

সর্বশেষ খবর