রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সিগন্যাল ইদুনা পার্ক

জার্মানির সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম এখন করোনা হাসপাতাল

ক্রীড়া ডেস্ক

সিগন্যাল ইদুনা পার্ক

জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের স্টেডিয়াম সিগন্যাল ইদুনা পার্ক। এটিকে ওয়েস্টফলেন স্টেশন স্টেডিয়ামও বলে। দর্শক ধারণ ক্ষমতা ৮১ হাজার ৩৬৫। এটিই জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম। বুরুসিয়ার এই স্টেডিয়াম এখন করোনা হাসপাতাল। কভিড-১৯-এ আক্রান্ত রোগীদের নর্থ স্ট্যান্ডে রেখে চিকিৎসার জন্য অনুমতি দিয়েছে জার্মানির ক্লাবটি।

ইউরোপে ইতালি ও স্পেনের পর সবচেয়ে বেশি করোনার ঝুঁকিতে জার্মানি। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৯১ হাজার ১৫৯ জন। তবে অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কম। জার্মানিতে এখন শতকরা মৃত্যু হার ১.৪০%। অথচ ইতালিতে এই হার ১২.২৫%, স্পেনে ৯.৪২%। তারপরও বেশ সতর্ক জার্মানি। আক্রান্তরা যাতে সর্বোচ্চ সেবা পায় তা নিশ্চিত করতেই বুরুসিয়া ডর্টমুন্ড তাদের স্টেডিয়ামটি ছেড়ে দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর