রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মাশরাফির ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ হাসপাতাল

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের জন্য স্বাভাবিক চিকিৎসা নিতে পারছেন না সাধারণ রোগীরা। করোনা ভয়ে ভীত চিকিৎসকরাও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া থেকে বিরত থাকছেন। এছাড়া কভিড-১৯ ভাইরাস আতঙ্কে বহু চিকিৎসক নিজেদের চিকিৎসাকেন্দ্রও বন্ধ রেখেছেন। এসব সাধারণ রোগীদের চিকিৎসা দিতে সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ একটি ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করেছে। এই হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হবে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি নড়াইলবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, ‘আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঘরে আছেন। এই মুহুর্তে ঘরে থাকাটা সবচেয়ে জরুরি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ৫ এপ্রিল (আজ) থেকে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করছে। আমাদের খাদ্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাও জরুরি। করোনাভাইরাস রোগীর পাশাপাশি সাধারণ রোগীরাও যেন সঠিক চিকিৎসা পান, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা নিরাপদ দূরত্ব বজায় রেখে চিকিৎসা নেবেন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সহযোগিতা করবে।’ মাশরাফির এই ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থায় সেবা প্রদান করবেন চিকিৎসক দম্পতি ডাক্তার দীপ বিশ্বাস এবং ডাক্তার স্বপ্না রানী সরকার।

সর্বশেষ খবর