সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নাখোশ রুনি

ক্রীড়া ডেস্ক

নাখোশ রুনি

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কেটে নেওয়ার প্রস্তাব দিয়েছে। এই নিয়ে বেশ সমালোচনা হচ্ছে ইংল্যান্ডে। কেউ কেউ বিরোধিতা করেছেন। কেউ আবার আরও বেশি পরিমাণে বেতন কাটার পক্ষে মত দিয়েছেন। ওয়েইন রুনিও এই বিতর্কে অংশ নিলেন। ডার্বি কাউন্টিতে ফুটবলারের পাশাপাশি কোচেরও দায়িত্ব পালন করছেন সাবেক ইংলিশ ফুটবলার রুনি। তিনি ব্রিটিশ মিডিয়ায় লেখা এক কলামে বলেছেন, ‘সবার কাছ থেকে সমপরিমাণে বেতন কেটে নেওয়ার সিদ্ধান্তটা মোটেও ঠিক হয়নি। সবার সামর্থ্য তো আর সমান নয়। আমার কাছ থেকে আরও বেশি কেটে নিলেও সমস্যা নেই। অনেকেই হয়ত বলবে, ৩০ শতাংশ কেটে নিলে সমস্যা নেই। আবার কেউ বলতে পারে, আমি পাঁচ শতাংশের বেশি মেনে নিতে পারব না।’ রুনির মতে, ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের উচিত প্রতিটা ফুটবলারের সঙ্গে আলাদা করে বসে বেতন কেটে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। তাহলেই কেবল ন্যায়সঙ্গতভাবে বিষয়টার সমাধান করা সম্ভব। তাছাড়া রুনি প্রশ্ন তুলেছেন, অন্যান্য খেলাধুলার বড় বড় তারকারা কেন এই ধরনের অর্থনৈতিক অনুদান দিচ্ছেন না! এদিকে ফুটবলারদের বেতনের সঙ্গে জড়িত ব্রিটিশ সরকারও। বেতন কমে গেলে করের পরিমাণও কমবে। যা সরকারের রাজস্বখাতে প্রভাব ফেলতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর