সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাসায় থাকাই উত্তম

হালিম শাহ

ক্রীড়া প্রতিবেদক

বাসায় থাকাই উত্তম

৯০ দশকের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ হালিম শাহ্। সে সময়ের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার বলা হতো তাকে। জাতীয় দলেও খেলেছেন। স্ত্রী ও দুই সন্তানসহ এখন তিনি থাকেন কানাডার আলবার্টা শহরে। সেখানে তিনি পুরোপুরি ঘরবন্দী। প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য পুরো কানাডা এখন লকডাউন। দেশের জনগণ হোম কোয়ারেন্টাইনে। হালিম শাহ্ও পরিবার নিয়ে কোয়ারেন্টাইনে। শুধু হালিম নন, জাতীয় দলের অনেক ক্রিকেটার কানাডায় স্থায়ীভাবে থাকেন। সবার সঙ্গেই যোগাযোগ রয়েছে তার। সুদূর কানডা থেকে হালিম দেশবাসীকে অনুরোধ করেছেন ঘরে থাকতে, ‘করোনাভাইরাস মারাত্মক একটি রোগ। বাঁচার সম্ভাবনা কম। এটি ছোঁয়াচে। সংস্পর্শে আসলেই সংক্রমিত হয়। সুতরাং এর হাত থেকে বাঁচতে হবে। বাঁচতে হলে নিজেদের নিরাপদ রাখতে হবে। সরকারি নির্দেশ মেনে ঘরে থাকতে হবে। করোনাভাইরাস কতটা ভয়ঙ্কর, মানুষের ধারণা নেই। কোনোভাবেই এটায় সংক্রমতি হওয়া যাবে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর