সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপ নিয়ে আশাবাদী কামিন্স

ক্রীড়া ডেস্ক

মরণঘাতী করোনাভাইরাসে বন্ধ হয়ে গেছে বিশ্বব্যাপী খেলাধুলা। বন্ধ হয়ে যাওয়ায় ক্লাবগুলোর সঙ্গে ক্রীড়াবিদরাও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। করোনাভাইরাসের সংক্রমণে বন্ধ হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক টি-২০ টুর্নামেন্ট আইপিএল। শঙ্কার মধ্যে পড়েছে টি-২০ বিশ্বকাপ। যদিও টি-২০ বিশ্বকাপ শুরুর কথা আগামী অক্টোবরে। করোনাভাইরাসে যখন সবকিছু স্থবির হয়ে পড়েছেন, তখন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স আশা করছেন, দেরিতে হলেও মাঠে গড়াবে আইপিএল এবং সূচি অনুযায়ী চলতি বছরের শেষে টি-২০ বিশ্বকাপও হবে। টি-৩০ বিশ্বকাপ নিয়ে কামিন্স বলেন, ‘টি-২০ বিশ্বকাপ এখন ৫/৬ মাস দূরে। আশা করছি বছরের শেষে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কারণ, ততদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

সর্বশেষ খবর