শিরোনাম
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দুঙ্গা দিচ্ছেন ১০ টন খাদ্য

ক্রীড়া ডেস্ক

কার্লোস দুঙ্গা; ১৯৯৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের অধিনায়ক ছিলেন। ২০১০ সালের বিশ্বকাপে ব্রাজিলেরও কোচও ছিলেন। এই ডিফেন্সিভ মিডফিল্ডার এবার করোনাভাইরাস আক্রান্ত গরিব অসহায় মানুষ ও শিশুদের পাশে দাঁড়িয়েছেন। মরণঘাতী করোনাভাইরাসে স্থবির গোটা পৃথিবী। বিপর্যস্ত জনজীবন। করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১২ লাখ ৮৫ হাজার ২৮৫ জন। মৃতের সংখ্যা ৭০ হাজার ৩৪৪ জন। ব্রাজিলে আক্রান্ত রোগী ১১ হাজার ২৮১ ও মৃতের সংখ্যা ৪৮৭ জন। আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এমতাবস্থায় করোনাভাইরাসের কবল থেকে বাঁচতে চেষ্টার কার্পণ্য করছে না দেশগুলো। অসহায় ও গরিব মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন বিশ্বের নামি দামি সব তারকা। ১৯৯৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অধিনায়ক দুঙ্গা দেশটির দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ১০ টন খাদ্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, ২ হাজার শিশুকেও ডায়াপার দেওয়ার কথাও বলেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে জানিয়েছেন, ‘বাধ্য হয়ে আমাদের অনেককে এখন এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক কিছু এখন করতে হচ্ছে, যা কল্পনাও করিনি আগে। মানুষের জীবন এখন হুমকির মুখে। এখন আমাদের মানবিক হতে হবে। মানুষকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে ১০ হাজার কেজি খাদ্য সংগ্রহ করেছি। আমরা এই লড়াই চালিয়ে যাব। এটা হেরে যাওয়ার সময় না।’

সর্বশেষ খবর