বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৫৯ সেঞ্চুরির জন্য ৫৯ লাখ রুপি

ক্রীড়া ডেস্ক

৫৯ সেঞ্চুরির জন্য ৫৯ লাখ রুপি

তিন বারের বিশ্ব যুব গলফ চ্যাম্পিয়ন ১৫ বছরের অর্জুন ভাটি করোনাভাইরাসে অনুদান দিয়েছেন তার আট বছরের ক্যারিয়ারের সবগুলো ট্রফি বিক্রয়কৃত অর্থ। শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সুরেশ রায়নারা আর্থিক সহায়তা করেছেন। আর্থিক অনুদান দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির ক্রিকেটার সুনীল গাভাস্কারও। টেস্ট ক্রিকেটের প্রথম ১০ হাজার রান হাঁকানো গাভাস্কারের অনুদান একটু অদ্ভুতুড়ে। ৫৯ সেঞ্চুরির জন্য ৫৯ লাখ রুপি অনুদান দিয়েছেন তিনি। সেঞ্চুরি প্রতি লাখ টাকা দেওয়ার এই রহস্যময় অনুদানের বিষয়ে কিছুই বলেননি ভারতের সাবেক অধিনায়ক। তবে রহস্য ভেদ করেছেন গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার। যিনি ভারতের হয়েও ক্রিকেট খেলেছেন। গাভাস্কারের ৫৯ লাখ টাকা অনুদানের বিষয়টি প্রথম জানান দেশটির রঞ্জি ট্রফির অন্যতম সেরা ক্রিকেটার অমল মজুমদার। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, গাভাস্কার ৫৯ লাখ টাকা দান করেছেন দুই ক্যাটাগরিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফান্ডে দিয়েছেন ৩৫ লাখ রুপি। বাকি ২৪ লাখ রুপি দিয়েছেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ফান্ডে। অমল মজুমদারের টুইটের পর রোহান বলেন, ‘গত সপ্তাহে দেওয়া এই অনুদানের ৩৫ লাখ রুপি ভারতের হয়ে ৩৫ সেঞ্চুরির জন্য এবং মুখ্যমন্ত্রীর তহবিলে ২৪ লাখ দেওয়ার কারণ মুম্বাইয়ের হয়ে করেছেন ২৪ সেঞ্চুরি।’ যদিও সুনীল গাভাস্কার তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন ৮১টি। ভারতের হয়ে টেস্টে তার সেঞ্চুরি ৩৪টি এবং ওয়ানডেতে একটি।

সর্বশেষ খবর