বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসে মারা গেলেন গার্ডিওলার মা

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাস ভয়ঙ্কর রূপ নিয়েছে স্পেনে। দিন দিন আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে দেশটিতে। আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৬৯০ জন। মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৫৫। দেশটির কঠিন সংকটে অনুদান দিচ্ছেন ক্রীড়াবিদ ও কোচরা। কিছুদিন আগে পেপ গার্ডিওলা কভিড-১৯ মহামারীর বিপক্ষে লড়াইয়ে মেডিক্যাল সরবরাহের জন্য এক মিলিয়ন ইউরো অনুদান দেন। অথচ গার্ডিওলার ৮২ বছর বয়সী ‘মা’ মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। সোমবার গার্ডিওলার টিম ম্যানচেস্টার সিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মৃত্যুর খবর। ম্যান সিটি টুইট করে জানিয়েছে, ‘বার্সেলোনার মানরেসায় গার্ডিওলার মা ডোলার্স সালা ক্যারিওর মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদে ম্যানচেস্টার সিটি পরিবার বিধ্বস্ত ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেকে গার্ডিওলা ও তার পরিবার এবং তাদের সব বন্ধুদের আন্তরিক সহানুভূতি জানাচ্ছে।’ ৪৯ বছর বয়স্ক গার্ডিওলা কিছুদিন আগে নাগরিকদের সবাইকে ঘরে থাকা অনুরোধ জানান।

সর্বশেষ খবর