শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত বিশ্বকাপজয়ী হান্টার

আক্রান্ত বিশ্বকাপজয়ী হান্টার

ইংল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ। আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫ হাজার ৭৭ জন এবং মৃতের সংখ্যা ৭ হাজার ৯৭৮জন। মারণঘাতী এই ভাইরাসের জন্য সবধরনের খেলাধুলা বন্ধ। এরমাঝেই দুঃসংবাদ ইংলিশ ফুটবলের জন্য। ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী দলের ফুটবলার নরম্যান হান্টার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ৭৬ বছর বয়স্ক সাবেক ফুটবলারের আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছে লিডস ইউনাইটেড। হান্টার ক্যারিয়ারের অধিকাংশ সময়ই খেলেছেন লিডসে। হান্টার ১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত থ্রি লায়নের হয়ে ২৮টি ম্যাচ খেলেন। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয় করেন ববি চার্লটন, ববি মুর, জিওফ হার্স্টদের সঙ্গে। লিপস ইউনাইটেডের পক্ষে ১৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৭২৬ ম্যাচ। এ সময় তিনি শেফিল্ডের হয়ে জিতেন দুটি লিগ। ১৯৭৫ সালে ইউরোপিয়ান কাপের ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি।

সর্বশেষ খবর