রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

‘ধোনির মতো ক্রিকেটার প্রজন্মে একজনই আসে’

ক্রীড়া ডেস্ক

‘ধোনির মতো ক্রিকেটার  প্রজন্মে একজনই আসে’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেন মনে করেন মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররা এক প্রজন্মে একজনই আসে। তাই তিনি দ্রæত অবসর নিতে বাধ্য না হন। ৫২ বছর বয়সী এই সাবেক ইংলিশ ক্যাপ্টেনের দাবি, ‘ধোনির মতো ক্রিকেটার একবার চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যাবে না। কারণ এক জেনারেশনে এমন ক্রিকেটার একজনই আসে। তাই এমন কিছু করা ঠিক হবে না যাতে ধোনি অবসর নিতে বাধ্য হন। ভারতকে এখনো অনেক কিছু দেওয়ার আছে ধোনির। তিনি খুব ভালো করেই জানেন কখন তাকে অবসর নিতে হবে।’ স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন নাসের। ভারতের হয়ে ধোনি সব শেষ ম্যাচ খেলেছেন গত বছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে। এর আগে আর কোনো প্রতিদ্ব›িদ্বতামূলক ক্রিকেটে খেলেননি। সুনীল গাভাস্কার ও কপিল দেবের মতো কিংবদন্তি ক্রিকেটারদের ধারণা, এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা অনেক কঠিন হয়ে যাবে সাবেক এই অধিনায়কের। কিন্তু নাসের বলেন, ‘নির্বাচকরা চাইলেই ধোনিকে দলে রাখতে পারেন। তার এখন ভালো করার সামর্থ্য আছে।’

সর্বশেষ খবর