শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনায় পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক

করোনায় পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে স্তব্ধ গোটা পৃথিবী। বিপর্যস্ত জনজীবন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা লাখ পেরিয়েছে অনেকদিন আগেই। জীবনঘাতী কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন নানা পেশার মানুষ। বাদ যাচ্ছেন না খেলোয়াড়রা। তবে এবারই প্রথম কোনো ক্রিকেটার মারা গেলেন করোনাভাইরাসে। পাকিস্তানের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ সোমবার মারা গেছেন। পেশোয়ারের একটি হাসপাতালে মারা গেছেন সাবেক এই ব্যাটসম্যান। মৃত্যুকালে জাফরের বয়স হয়েছিল ৫০ বছর। ১৯৮৮ সালে অভিষিক্ত জাফর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ১৫টি ম্যাচ এবং লিস্ট ‘এ’ ৬টি। ক্রিকেট ক্যারিয়ার শেষে নাম লেখান কোচিংয়ে। তিনি পেশোয়ারের মূল দল ছাড়াও কোচিং করাতেন বয়সভিত্তিক দলগুলোকে। তার ছোট ভাই আখতার সরফরাজ পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছেন।

সর্বশেষ খবর