বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আলজেরিয়ার পাশে জিদান

ক্রীড়া ডেস্ক

আলজেরিয়ার পাশে জিদান

জিনেদিন জিদানের জন্ম ফ্রান্সে। ১৯৯৮ সালে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পেছনে জিদানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তিনি হয়ে উঠেন অপ্রতিরোধ্য। সেই থেকে জিদানের নাম বিশ্বে ছড়িয়ে পড়ে। ২০০৬ সালে বিশ্বকাপে জিদান অধিনায়ক হলেও ফাইনালে হেরে যায় ইতালির কাছে। ফরাসি এ ফুটবলারের পরিবার এক সময়ে আলজেরিয়ায় ছিল। করোনাভাইরাসের এই দুঃসময়ে মাতৃভূমির কথা ভোলেননি তিনি। বেজাইয়া প্রদেশ থেকেই এসে ফ্রান্সে বসবাস শুরু করেন জিদানের বাবা-মা।

এমন দুঃসময়ে আলজেরিয়ার পাশে দাঁড়ালেন বিশ্ববিখ্যাত এ ফুটবলার ও কোচ। নিজের দাতব্য সংস্থার মাধ্যমে বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জমাদি পাঠিয়েছেন জিদান। সংস্থাটি চালান জিদান ও তার বাবা।

এমন দুঃসময়ে বিশ্বের আরও কয়েকজন বিখ্যাত ফুটবল কোচ এগিয়ে এসেছেন। ম্যানচেস্টার সিটির পেপ গার্ডিওলা মেডিকেল সরঞ্জামাদির জন্য এক মিলিয়ন ইউরো দান করেছেন একটি ফাউন্ডেশনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর