বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ সিরিজ স্থগিত হওয়ায় হতাশ লিওন

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ সিরিজ স্থগিত হওয়ায় হতাশ লিওন

করোনাভাইরাসে বন্ধ সারা বিশ্বের খেলাধুলা। একের পর এক স্থগিত হচ্ছে খেলাধুলা। শিডিউল হওয়ার পরও শেষ মুহূর্তে স্থগিত হয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। সিরিজটি স্থগিত হওয়ায় হতাশ টেস্টে ৩৯০ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিওন। ২০১৭ সালে অস্ট্রেলিয়া সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল। সিরিজটি অমীমাংসিত হয়েছিল ১-১ ব্যবধানে। সেবার মিরপুরে হারের পর চট্টগ্রামে জিতে সমতা এনেছিল অস্ট্রেলিয়া। মিরপুরে ৯ উইকেট নেওয়ার পর চট্টগ্রামে লিওন নিয়েছিলেন ১৩ উইকেট। তার ওই বিধ্বংসী বোলিংয়েই সিরিজে সমতা এনেছিল অস্ট্রেলিয়া। ২ টেস্টে ২২ উইকেট নেওয়া লিওন ভেবেছিলেন এবারের সিরিজটিও অনেক চ্যালেঞ্জিং হবে, ‘বাংলাদেশে যাওয়া হবে না, অবশ্যই হতাশাজনক। আমাদের জন্য সিরিজটি হতো বড় এক চ্যালেঞ্জ। বাংলাদেশ খেলা অনেক চ্যালেঞ্জিং। তবে এই চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে দারুণ উপভোগ করি।’ করোনাভাইরাসের জন্য শিডিউল বিপর্যয়ে পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা। কিন্তু সেটা এখন সংশয়। তারপরও নাথান লিওন আশাবাদী ফাইনাল নিয়ে, ‘দুটি দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। সেখানে অস্ট্রেলিয়াকে চাইব। আমি ফাইনাল খেলতে চাই।’ তবে এই সিরিজটি নিয়ে উৎসুক হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সর্বশেষ খবর