শিরোনাম
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ডা. মঈনকে ‘স্যালুট’ মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক

ডা. মঈনকে ‘স্যালুট’ মাশরাফির

করোনাভাইরাসে দেশে প্রথম শহীদ ডাক্তার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন। টানা ৯ দিন কভিড-১৯-এর সঙ্গে লড়াই করে মঙ্গলবার ভোরে হার মানেন তিনি। মারা যান ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। করোনাভাইরাস রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মারা যাওয়া ডাক্তার মঈনের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর এই ডাক্তারকে স্যালুট জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মঈন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম ডাক্তার। মাশরাফি বরাবরই মানবিক। চুক্তিভুক্ত জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনুদান দিয়েছেন। দিয়েছেন বেতনের ৫০ শতাংশ সমপরিমাণ অর্থ। শুধু তাই নয়, নিজ নির্বাচনী নড়াইল-২ এলাকার গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেড় হাজার লোককে খাদ্য সহায়তা দিয়েছেন। এ ছাড়া চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ হাসপাতালও করেছেন। দুজন ডাক্তার নিয়োগ দিয়েছেন যারা অ্যাম্বুলেন্সে চড়ে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা করতে পারেন।

সর্বশেষ খবর