শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনায় মৃত্যু

চলে গেলেন হান্টার

চলে গেলেন হান্টার

১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের গর্বিত সদস্য ছিলেন নরম্যান হান্টার। বিশ্বকাপ জিতলেও হেরে গেছেন মরণঘাতী করোনাভাইরাসের কাছে। বিশ্বকাপ জেতা ৭৬ বছর বয়সী এই ডিফেন্ডার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড গতকাল হান্টারের মৃত্যু সংবাদ নিশ্চিত করে। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন হান্টার। তার ফুটবল ক্যারিয়ারের অধিকাংশ সময়ই খেলেছেন লিডস ইউনাইটেডে। ১৯৬৫-’৭৪ সাল পর্যন্ত্র থ্রি লায়নের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২৮টি। লিডসের পক্ষে ১৫ বছরের ফুটবল ক্যারিয়ারে ম্যাচ খেলেন ৭২৬টি। ক্লাবটির হয়ে দুটি লিগ জিতেছেন। ১৯৭৫ সালের ইউরোপিয়ান কাপের ফাইনাল খেললেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় লিডস ইউনাইটেড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর