শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

না ফেরার দেশে হাজী কাশেম

না ফেরার দেশে হাজী কাশেম

প্রথমবারের মতো ফেডারেশন কাপ ফুটবলে ফাইনালে উঠেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। শিরোপা জয়ের জন্য খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছিলেন গ্যালারি থেকে। শুধু এ খেলা নয়, রহমতগঞ্জের ম্যাচ হলেই ছুটে যেতেন ক্লাব সহসভাপতি হাজী আবুল কাশেম। যাকে বলা হতো রহমতগঞ্জের নিবেদিতপ্রাণ। সবার চেনা সংগঠক সেই কাশেম আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার রাতে কুর্মিটোলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরেই রহমতগঞ্জের সঙ্গে জড়িত ছিলেন কাশেম। ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ জানান, মঙ্গলবার সকালে ঠান্ডা-কাশি আর শরীরে জ্বর নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হন কাশেম। পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে ঘণ্টা তিনেক পর মারা যান। লাশ পরিবারকে হস্তান্তর করা হয়নি। হাসপাতালের ব্যবস্থায় তার দাফন সম্পন্ন হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর