শিরোনাম
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লাখ লোকের দায়িত্ব নিলেন ইতো

ক্রীড়া ডেস্ক

লাখ লোকের দায়িত্ব নিলেন ইতো

করোনাভাইরাসে পুরোপুরি স্তব্ধ জনজীবন। বন্ধ সবকিছু। খেলাধুলা বন্ধ হলেও মরণঘাতী এ ভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা করছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জটান ইবরাহিমোভিচের মতো তারকা ফুটবলাররা। এবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার কথা জানিয়েছেন ক্যামেরুন জাতীয় দল ও বার্সেলোনার সাবেক ফুটবলার স্যামুয়েল ইতো। বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার জানিয়েছেন ক্যামেরুনের ১ লাখ মানুষকে সাহায্য করবেন। ক্যামেরুনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯৬ এবং মৃতের সংখ্যা ২২। দেশটিতে ইতো একটি ফাউন্ডেশন চালান। জটিল এ পরিস্থিতিতে তিনি দেশের চার শহরের ৫০ হাজার পরিবারকে স্যানিটাইজার, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করবেন। দেশের ৫০ হাজার ট্যাক্সি ড্রাইভারকে দেবেন মাস্ক। চারবারের বর্ষসেরা আফ্রিকান ফুটবলার ইতোর ফাউন্ডেশন থেকে বলা হয়, ‘কঠিন এই মানবিক বিপর্যয়ের সময়ে স্যানিটাইজার ও হেলথ কিটস বিতরণের মাধ্যমেই করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব।’

সর্বশেষ খবর