শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অনিশ্চিত ইউএস ওপেন

ক্রীড়া ডেস্ক

অনিশ্চিত ইউএস ওপেন

করোনাভাইরাসে স্থগিত উইম্বল্ডনটেনিস। স্থগিতের শঙ্কায় ইউএস ওপেনও।

অবশ্য ৩১ আগস্ট ইউএস ওপেন শুরুর কথা নিউইয়র্কের ফ্ল্যাসিং মিডৌতে। কিন্তু করোনাভাইরাসে নিউইয়র্কের বর্তমান চিত্র ভয়াবহ। ১০ হাজারের ওপর মানুষ মারা গেছেন। লাখের ওপর আক্রান্ত। সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পৌনে ৭ লাখ এবং মৃতের সংখ্যা প্রায় ৩৫ হাজার। এমন অবস্থায় ইউএস ওপেন আয়োজন একটু বাড়াবাড়িই। তার পরও ইউএস টেনিস অ্যাসোসিয়েশন জুনে সিদ্ধান্ত নেবে টুর্নামেন্ট শুরুর বিষয়ে। তবে টুর্নামেন্ট শুরু হলেও দর্শকশূন্য মাঠেই খেলা হবে। গত মৌসুমে প্রায় সাড়ে ৭ লাখ লোক ইউএস ওপেন দেখেছিলেন। দর্শকশূন্য গ্যালারিতে টুর্নামেন্ট শুরুর চিন্তাভাবনা করলেও ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ মাইক ডাওসি বলেন, ‘এ মুহ‚র্তে আমরা কিছুই বলতে চাইছি না। কিন্তু সত্যি বলতে, টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা খুবই কম।’

করোনাভাইরাসের জন্য পেছানো হয়েছে ফ্রেঞ্চ ওপেন। পিছিয়ে নতুন তারিখ নির্ধারিত হয়েছে ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। ফ্রেঞ্চ ওপেনের নির্ধারিত সূচি ২৪ মে থেকে ৭ জুন। বাতিল করা হয়েছে উইম্বল্ডনও। গ্রাস কোর্টে উইম্বল্ডনের তারিখ ছিল ২৯ জুন থেকে ১২ জুলাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর