শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দর্শকশূন্য গ্যালারিতে সিরি-এ

ক্রীড়া ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতালির অবস্থা নাজুক। তবে আশার কথা, দেশটিতে আক্রান্ত ও মৃতের গ্রাফ নিচের দিকে নামছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় পৌনে ২ লাখ এবং মৃত ২২ হাজার ছাড়িয়েছে। গ্রাফ নিচে নামছে বলে ইতালি সরকার দেশের অর্থনীতি চাঙ্গা করতে লকডাউন তিন ধাপে খুলে দেওয়ার কথা ভাবছে। তিন ধাপের দ্বিতীয়টিতেই রয়েছে সিরি-এ ফুটবল লিগ। সরকারের ইচ্ছায় ৩১ মে সিরি-এ শুরুর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। তবে লিগ শুরু হলেও স্টেডিয়াম থাকবে দর্শকশূন্য। ইতালির মতো মাঠে গড়ানোর অপেক্ষায় জার্মান বুন্ডেস লিগাও। বায়ার্ন মিউনিখসহ বেশ কয়েকটি ক্লাব অনুশীলনে নেমেছে।

করোনাভাইরাস থেকে বাঁচতে গোটা ইতালি এখন লকডাউন। মানুষজন ঘরে থাকায় ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। যেহেতু সংক্রমণের গ্রাফ ক্রমে নিচের দিকে, তাই দেশটিকে সচল করতে তিন ধাপে সবকিছু খুলে দিতে চাইছে সরকার। ১৪ এপ্রিল প্রথম ধাপে খোলা হয়েছে বই ও সংবাদপত্রের দোকান। চালু হয়েছে কলকারখানা ও কৃষি কাজ। ৪ মে শুরু দ্বিতীয় ধাপ। এ ধাপে লোকজন চলাচল শুরু করতে পারবে। তবে পূর্ণ নিরাপত্তা নিয়ে রাস্তায় চলাচল করতে হবে। অবশ্য বড় বড় দোকান বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপেই শুরু হবে সিরি-এ। ১১ মে থেকে ৮ জুন পর্যায়ক্রমে খেলা হবে অফিস-আদালত, পানশালা, রেস্তোরাঁ, সেলুন ও দলীয় খেলা। সেপ্টেম্বরে তৃতীয় ধাপে খোলা হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ডিসেম্বরে খুলবে সিনেমা ও থিয়েটার। স্টেডিয়ামে দর্শক উপস্থিত থাকতে পারবেন ২০২১ সালের মার্চে।

সর্বশেষ খবর