রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই সেপ্টেম্বরে

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে ল্যাটিন অঞ্চলের (কম্বেল) লড়াই শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনাভাইরাসের কারণে তা বাতিল করে দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরপর অবস্থার অবনতির কারণে এ নিয়ে আর কোনো নতুন সিদ্ধান্ত নেয়নি কম্বেল কর্তৃপক্ষ। গত শুক্রবার কম্বেল জানিয়েছে, সেপ্টেম্বরে শুরু হবে মেসি- নেইমারদের বিশ্বকাপ বাছাইপর্ব। রাউন্ড রবিন লিগে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ল্যাটিন আমেরিকার ১০টি দল বাছাইপর্বে খেলবে।

এদের মধ্যে সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৪টি দল। এছাড়াও পঞ্চম স্থানে থাকা দলটি প্লে-অফ খেলার মধ্যদিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করার সুযোগ পাবে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ল্যাটিন অঞ্চল থেকে ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়াও বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলেছিল উরুগুয়ে, কলম্বিয়া ও পেরু। এদের মধ্যে পেরু ছাড়াও বাকি চারটি দলই নকআউট পর্বে খেলেছিল।

সর্বশেষ খবর