মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টটেনহ্যাম তারকার মিলিটারি ট্রেনিং

ক্রীড়া ডেস্ক

টটেনহ্যাম তারকার মিলিটারি ট্রেনিং

করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ। ইংলিশ প্রিমিয়ার লিগ কবে শুরু হবে এখনো নিশ্চিত নয়। ঘরবন্দী সময় কাটছে পৃথিবীর বেশিরভাগ মানুষের। তবে সময়টা নষ্ট করতে রাজি নন টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান তারকা সন হিয়াঙ মিন। তিন সপ্তাহের জন্য মিলিটারি ট্রেনিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল থেকে এক মেরিন বুট ক্যাম্পে শুরু হয়েছে সন হিয়াঙ মিনের মিলিটারি ট্রেনিং। দক্ষিণ কোরিয়ায় সব যুবকদেরই বাধ্যতামূলকভাবে দুই বছর মিলিটারিতে সার্ভিস দিতে হয়। দেশটির সেনাবাহিনীর সংখ্যা ৬ লাখ।

উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার হাত থেকে দেশকে রক্ষা করতে দক্ষিণ কোরিয়ার যুবকদের প্রস্তুত রাখার জন্যই সেনাবাহিনীতে চাকরি মিলিটারি ট্রেনিং করা হয়েছে। ফুটবল তারকা সন হিয়াঙ মিনও এই নীতির বাইরে নন। ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলার জেজু আইল্যান্ডে তিন সপ্তাহের বেসিক ট্রেনিং করবেন। দক্ষিণ কোরিয়ার স্থানীয় মিডিয়ায় এই খবর প্রচারিত হয়েছে। তিনি দক্ষিণ কোরিয়ান মিলিটারির নবম ব্রিগেডের ৯১তম ব্যাটালিয়নের অধীনে এই ট্রেনিং করছেন। করোনাভাইরাসের কারণে ফুটবল লিগ বন্ধ হওয়ার আগেই ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফিরেছিলেন টটেনহ্যামের এই তারকা ফুটবলার।

সর্বশেষ খবর