বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আর্সেনালের ফুটবলাররা বেতন কম নেবেন

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে স্থবির বিশ্ব ফুটবল। কোথাও খেলা নেই। ঘরবন্দী ফুটবলাররা। তবে আশার কথা হচ্ছে ফুটবল মাঠে নামবে সহসাই। খেলা না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। এমন কঠিন সময়ে দলগুলোর ফুটবলাররাও পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের কোচ মিচের আর্তেতা ও মূল স্কোয়াডের ফুটবলাররা তাদের বেতনের সাড়ে ১২ শতাংশ কম নিতে রাজি হয়েছে। তবে ক্লাবের  আয়ের টার্গেট পূরণ হলে কেটে নেওয়া অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে আর্সেনাল কর্তৃপক্ষ। এছাড়া ক্লাব কর্তৃপক্ষ দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোয় খেলোয়াড় ও স্টাফদের কৃতজ্ঞতা জানিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য তিন ক্লাব ওয়াটফোর্ড, সাউদাম্পটন ও ওয়েস্ট হ্যামও সিদ্ধান্ত নিয়েছে খেলোয়াড় ও কোচদের বেতন কাটার।

সর্বশেষ খবর