শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপ পেছানোর পক্ষে ম্যাককালাম

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপ পেছানোর পক্ষে ম্যাককালাম

আইসিসি সদস্য দেশগুলোর চিফ এক্সিকিউটিভদের বৈঠকে টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে কোনো সমাধান হয়নি। নির্ধারিত সময়েই (অক্টোবর-নভেম্বর) বিশ্বকাপ আয়োজনের বিষয়টি এখনো নির্ধারিত হয়ে আছে। অথচ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও অধিনায়ক সুনীল গাভাস্কার বিশ্বকাপের তারিখ অপরিবর্তিত রেখে ভেন্যু পরিবর্তনের কথা জানিয়েছিলেন। এবার পরিবর্তনের কথা বলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ব্ল্যাক ক্যাপসদের সাবেক অধিনায়ক টি-২০ বিশ্বকাপ এক বছর পেছানোর কথা বলেছেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বলেছেন, টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যেন আইপিএলকে সেই সময়টি দেওয়া হয়, ‘আমি মনে করি অক্টোবরেই আইপিএল আয়োজন করা উচিত। এজন্য টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া যেতে পারে।’ আইপিএলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার এখন কোচিং করান কলকাতা নাইট রাইডার্সকে। টি-২০ বিশ্বকাপ পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও সংশয়ের দোলাচালে দুলছে এর ভাগ্য। করোনাভাইরাসের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় বিদেশিদের প্রবেশাধিকার নিষিদ্ধ। এর ফলে অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ আয়োজন কঠিন হয়ে পড়বে অস্ট্রেলিয়ার জন্য।  

সর্বশেষ খবর