শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রোহিতের চাওয়া আরও দুই বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

রোহিতের চাওয়া আরও দুই বিশ্বকাপ

দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন। এছাড়াও একটি টি-২০ চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে। সাফল্যের বিচারে বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তি ভারত। যে কোনো টুর্নামেন্ট মানেই সাদাকালিতে ফেবারিটের তকমাটা পড়ে নেয় ভারত। ২০২৩ সাল পর্যন্ত তিন বৈশ্বিক টুর্নামেন্ট রয়েছে। যার দুটিতে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছেন ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। ভারত সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ২০১১ সালে। বৈশ্বিক টুর্নামেন্টে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এর পর ২০১৭ সালে ফাইনালে উঠলে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে রোহিতদের। সূচি মেনে চলতি অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ। করোনাভাইরাসের কারণে এটা আগামী বছর হতে পারে। এর পর ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে টি-২০ ও বিশ্বকাপের আয়োজক ভারত।

তিনটি আসরের মধ্যে দুটি শিরোপা চান রোহিত। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের সঙ্গে এই লাইভে রোহিত বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য আগামী তিন বিশ্বকাপের অন্তত দুটি জেতা।’

সর্বশেষ খবর