শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অসহায়দের পাশে নেইমাররা

ক্রীড়া ডেস্ক

অসহায়দের পাশে নেইমাররা

মহামারী করোনাভাইরাসের আক্রমণে বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার। কভিড-১৯ ভাইরাসে স্থবির হয়ে যাওয়া জনগণের পাশে দাঁড়াচ্ছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বর্তমান, সাবেক ফুটবলারসহ ৫৭ জন স্টাফ। তারা দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে মিলে প্রায় ১০ লাখ ডলার অনুদান দিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন নেইমার, দানি আলভেজ, অ্যালিসনদের মতো তারকা ফুটবলার। ফুটবলার ও স্টাফরা দিচ্ছেন ৪ লাখ ৬৩ হাজার ডলার। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার, ‘এমন কঠিন সময়ে অনেক পরিবারের সাহায্য দরকার। আমাদের উচিত তাদের সাহায্য করা।’ ১০ লাখ ডলারে প্রায় ৩২ হাজার পরিবারকে ২ মাসের খাবার ও  স্যানিটারি পণ্য সরবরাহ করা যাবে। অবশ্য নেইমার এর আগে ব্যক্তিগতভাবে অনুদান দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর