রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কপাল পুড়ল আয়াক্সের বাতিল ডাচ লিগ

ক্রীড়া ডেস্ক

কপাল পুড়ল আয়াক্সের বাতিল ডাচ লিগ

বারগুইস

গত মৌসুমে ডাচ ক্লাব আয়াক্স উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলেছিল। নকআউট পর্বে তারা হারিয়েছিল রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের মতো দলকে। গত মৌসুমে ডাচ লিগ জয় করেছিল দলটা। চলতি মৌসুমেও ছিল শীর্ষে। কিন্তু এবার আর চ্যাম্পিয়ন হতে পারল না আয়াক্স।

নেদারল্যান্ডস সরকার সেপ্টেম্বর পর্যন্ত সবধরনের ইভেন্ট বাতিল ঘোষণা করেছে। এই ঘোষণার পর পরই ডাচ লিগ কর্তৃপক্ষ লিগটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের লিগে চ্যাম্পিয়নের পাশাপাশি কোনো রেলিগেশন এবং প্রমোশনও হচ্ছে না। তবে শীর্ষে থাকা দুই ক্লাব (আয়াক্স ও এজেড আলকমার) সামনের বছর চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ রাউন্ড থেকে খেলবে। দুই দলই ২৫ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে আয়াক্স। ডাচ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘সরকারি সিদ্ধান্তের ফলে ২০১৯-২০ মৌসুমটা শেষ করা যাচ্ছে না।’

সর্বশেষ খবর