রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
নিলাম

কোহলির ব্যাট ভিলিয়ার্সের জার্সি

ক্রীড়া ডেস্ক

বিশ্ব চ্যাম্পিয়ন জশ বাটলার বিশ্বকাপের জার্সি চ্যাম্পিয়ন নিলামে তুলেছেন। সতীর্থদের অটোগ্রাফ নেওয়া জার্সিটি বিক্রি হয়েছে ৬৫ হাজার পাউন্ড বা ৬৮ লাখ টাকায়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার বিশ্বকাপের ব্যাট বিক্রি করেছেন ২০ লাখ টাকায়।  এবার ব্যাট ও জার্সি নিলামে তুলতে চাইছেন কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। ২০১৬ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন ডি ভিলিয়ার্স ও কোহলি। ওই ম্যাচের জার্সি ও ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন দুজনে। ম্যাচটিতে ডি ভিলিয়ার্স ১২৯ রান করেছিলেন ৫২ বলে এবং কোহলি ১০৯ রান করেছিলেন ৫৫ বলে। করোনাভাইরাসের মারাত্মক পরিস্থিতির কথা বিবেচনা করে ডি ভিলিয়ার্স প্রস্তাব দেন কোহলিকে নিলামের। ভারতীয় অধিনায়ক সম্মত হন। এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক বলেন, ‘আইপিএলের এক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে দুজনেই সেঞ্চুরি করেছিলাম। ওই ম্যাচের জার্সি ও ব্যাট দুটি নিলামে দিতে আমি কোহলিকে অনুরোধ করি।’ সতীর্থের প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘অবশ্যই এটা ভালো প্রস্তাব। ব্যাট ও জর্সি বিক্রির অর্থ কাজে লাগবে করোনাভাইরাসে দুস্থদের সহায়তা করতে।’

সর্বশেষ খবর