রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

‘তারকা ছাড়াই অনেক ভালো ক্রিকেটার রয়েছেন দলে’

ক্রীড়া প্রতিবেদক

‘তারকা ছাড়াই অনেক ভালো ক্রিকেটার রয়েছেন দলে’

‘লিটনকে দেখে এখন মনে হয়, সে কী চায়। দলে তার দায়িত্ব কী, তাও জানে। সে একজন প্রতিভাবান ক্রিকেটার। সব সময় স্ট্রোক খেলতে পছন্দ করে। কিন্তু এটা মনে রাখতে হবে, সব সময় স্ট্রোক খেলা যায় না’

নেইল ম্যাকেঞ্জি ২০১৮ সালের মাঝামাঝি টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পর ব্যাটসম্যানদের টেকনিকে তেমন কোনো পরিবর্তন আনেননি, সমস্যা বের করে শুধু শুধরে দিয়েছেন। এতেই উপকৃত হয়েছেন তামিম ইকবাল, লিটন দাসদের মতো ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুজনের ব্যাটই রানের ফল্গুধারা ছুটিয়েছে। তামিম ১৫৮ ও ১২৮ এবং লিটন ১২৬ ও ১৭৫ রানের ইনিংস খেলেন। শুধু দুই ক্রিকেটারই নন, দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যাকেঞ্জি।

লিটনকে ধরা হয় এই সময়ের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার। ২০১৫ সাল থেকে জাতীয় দলে খেলছেন। ধারাবাহিকতা নেই বলে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তার পরও জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। সিরিজের আগে লিটনের টেকনিক নিয়ে কিছু কাজ করেছেন। তাতে ফলও পেয়েছেন লিটন। দুরন্ত ব্যাটিং করেছেন জিম্ব¦াবুয়ের বিপক্ষে। শেষ পাঁচ ওয়ানডেতে লিটনের গড় ৭৩ গড়ে ৩৬৫। ম্যাকেঞ্জি মনে করেন লিটন এখন পরিপক্ব এবং দলে নিজের দায়িত্ব সম্পর্কে জানেন। তার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ব্যাটিং কোচ, ‘লিটনকে দেখে এখন মনে হয়, সে কী চায়। দলে তার দায়িত্ব কী, তাও জানে। সে একজন প্রতিভাবান ক্রিকেটার। সব সময় স্ট্রোক খেলতে পছন্দ করে। কিন্তু এটা মনে রাখতে হবে, সব সময় স্ট্রোক খেলা যায় না। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’

দেশের সেরা ব্যাটসম্যানদের একজন তামিম ইকবাল। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে ১৫৮ ও ১২৮ রানের নান্দনিক ইনিংস খেলেন। সিরিজের আগে ম্যাকেঞ্জি তামিমের টেকনিক নিয়ে কাজ করেন। তামিমের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ব্যাটিং কোচ, ‘তামিম একজন অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের হয়ে বহু রেকর্ড ভাঙবে, গড়বে। এটা সম্ভব শুধু একজন প্রতিভাবান ক্রিকেটারের পক্ষেই। সে সব সময় পারফরম্যান্স করতে চায় বলে চাপে থাকে। সে একজন অসাধারণ ক্রিকেটার, একজন ভালো টিম ম্যান এবং সব সময়ই চায় জিততে। আমরা জানি তামিম কতটা ভালো ক্রিকেটার।’

সর্বশেষ খবর