সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রেফারি তৈয়বের জার্সির দাম সাড়ে ৫ লাখ

ক্রীড়া ডেস্ক

রেফারি তৈয়বের জার্সির দাম সাড়ে ৫ লাখ

সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাধারণত দক্ষিণ এশিয়ার বাইরের রেফারিরাই দায়িত্ব পালন করেন। তবে ২০১৩ সালে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ পরিচালনা করেন বাংলাদেশের তৈয়ব হাসান বাবু। দক্ষিণ এশিয়ার রেফারিদের মধ্যে এই দায়িত্ব পালনকারী তিনিই একমাত্র। ঐতিহাসিক সেই ম্যাচে ব্যবহার করা জার্সিটাই নিলামে তুলতে যাচ্ছেন তৈয়ব। সাবেক এ ফিফা রেফারি নিলাম থেকে প্রাপ্য অর্থ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য দান করবেন বলে জানিয়েছেন। জার্সিটির ভিত্তি মূল্য ধরা হয়েছিল ২ লাখ টাকা। তবে নিলামে তোলার আগেই জার্সিটি দাম উঠেছে ৫ লাখ ৫৫ হাজার টাকা। সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু এই মূল্যে জার্সিটি ক্রয়ের আগ্রহের কথা জানিয়েছেন রেফারি তৈয়ব হাসান বাবুকে।

সর্বশেষ খবর