মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অনুশীলনে ফিরছেন রোনালদোরা

গোল ডটকম এক প্রতিবেদনে লিখেছে, ২৭ মে অথবা ২ জুন থেকে মাঠে গড়াতে পারে ইতালিয়ান সিরি এ লিগ। মৌসুম শেষ হতে পারে আগস্টের শুরুর দিকে

ক্রীড়া ডেস্ক

অনুশীলনে ফিরছেন রোনালদোরা

ইতালিতে করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। এর ফলে দেশজুড়ে লকডাউনের মাত্রাও কমিয়ে দিচ্ছে ইতালিয়ান সরকার। এর ইতিবাচক প্রভাব পড়ছে সিরি এ লিগে। দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে টেলিভিশন বক্তৃতায় বলেছেন, ১৮ মে থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন সিরি এ লিগের ফুটবলাররা। এই ঘোষণার পর পরই প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে ইতালিয়ান ফুটবলে। মে মাসের শুরু থেকেই ফুটবলারদের করোনাভাইরাস পরীক্ষা করবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বিতর্ক এড়ানোর জন্য ক্লাবগুলো প্রতিটা টেস্টিং কিট ব্যবহারের বিনিময়ে পাঁচটা কিট অনুদান হিসেবে দেবে কর্তৃপক্ষকে। অনুশীলনের অনুমতি দেওয়ার আগে আরও অনেক ধরনের নিয়ম বেঁধে দেবে লিগ কর্তৃপক্ষ। ক্রিস্টিয়ানো রোনালদোরা দীর্ঘদিন ধরেই ঘরবন্দী হয়ে সময় কাটাচ্ছেন। জুভেন্টাসের পর্তুগিজ তারকা অবশ্য ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেছিলেন। তাও বিতর্কের জন্ম দিয়েছিল। এবার রোনালদোর পাশাপাশি ইতালিয়ান লিগের অন্য ফুটবলাররাও অনুশীলনে ফিরতে যাচ্ছেন। অবশ্য সিরি এ লিগের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। সংগঠনটি প্রশ্ন তুলেছে, করোনাভাইরাসের এই অবস্থায় অনুশীলনে ফেরা কতটা যুক্তিসঙ্গত হবে? শত সতর্কতা সত্ত্বেও বিপদ ঘটতেই পারে। এদিকে ইতালিয়ান লিগ মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছে। গোল ডটকম এক প্রতিবেদনে লিখেছে, ২৭ মে অথবা ২ জুন থেকে মাঠে গড়াতে পারে ইতালিয়ান সিরি এ লিগ। মৌসুম শেষ হতে পারে আগস্টের শুরুর দিকে। অবশ্য এবারের মৌসুম শেষ করতে গেলে নতুন মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে।

সর্বশেষ খবর