মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ফ্রেঞ্চ ওপেনজয়ী তারকা এখন দোকানের কর্মচারী

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ ওপেনজয়ী তারকা এখন দোকানের কর্মচারী

ফ্রেঞ্চ ওপেনে পুরুষ দ্বৈতে জয়ী আন্দ্রেস মিয়েস (বামে)

মাত্র এক বছর আগে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ দ্বৈতে আন্দ্রেস মিয়েসকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কেভিন ক্রবিয়েটজ। বছর না ঘুরতেই তাকে টেনিস ছেড়ে কাজ নিতে হলো এক সুপারমার্কেটে। ডের স্পাইজেল নামক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেভিন বলেন, ‘আমি এখন একটি ডিসকাউন্ট সুপারমার্কেটের কর্মচারী। ৪৫০ ইউরো বেতনে আমি গত কয়েক সপ্তাহ ধরে এখানে কাজ করছি।’ কেভিনের কাজ হচ্ছে জিনিসপত্রের আলমারিগুলো পূর্ণ করা। এগুলো খালি হয়ে গেলেই তিনি তা পূরণ করেন। ২৮ বছর বয়সী এই টেনিস তারকা (ডাবলসে র‌্যাঙ্কিংয়ের ১৩তম) বলেন, ‘গত সপ্তাহে আমি সিকিউরিটির কাজ করতাম।’ সুপারমার্কেটের প্রবেশপথে স্প্রে করতেন তিনি। এটা কেবল এক কেভিনের গল্প নয়। এমনকি টেনিসে ছেলেদের এককে একশর ওপরে র‌্যাঙ্কিংধারীরাও বেশ কষ্টে দিন কাটাচ্ছেন। টুর্নামেন্ট থাকলেও তাদের আয় খুব একটা হয় না। টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হলে সবখানেই তো আর মিলিয়ন মিলিয়ন ডলার পাওয়া যায় না।

সর্বশেষ খবর