মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জুলাইয়ে শুরু ফর্মুলা ওয়ান

ক্রীড়া ডেস্ক

ফর্মুলা ওয়ানের বেশ কয়েকটি ইভেন্ট বাতিল হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। সর্বশেষ বাতিল হয়েছে ফ্রান্স গ্র্যান্ড প্রিক্স। ২৮ জুন পল রিচার্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আসর। ফ্রান্সে মধ্য জুলাই পর্যন্ত সব ধরনের বড় ইভেন্ট বাতিল করেছে সরকার। এই কারণেই ফ্রান্স গ্র্যান্ড প্রিক্স বাতিল করতে হয়েছে। তবে খুব শিগগিরই ফর্মুলা ওয়ানের লড়াইয়ে নামার সুযোগ পাচ্ছেন রেসিংয়ের ড্রাইভাররা। ৩-৫ জুলাই অস্ট্রিয়াতে রেসিংয়ের লড়াই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফর্মুলা ওয়ানের প্রধান চেস ক্যারি। কেবল তাই নয়, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে ইউরেশিয়া, এশিয়া এবং আমেরিকায় ফর্মুলা ওয়ানের বেশি কিছু টুর্নামেন্ট আয়োজন করা হবে। তবে এসব টুর্নামেন্টে দর্শকরা উপস্থিত থাকার সুযোগ পাচ্ছেন না। ক্যারি বলেছেন, ‘প্রথমদিকে রেসিং টুর্নামেন্টগুলো দর্শকদের ছাড়াই হবে। তবে ধীরে ধীরে আমরা দর্শকদের অংশগ্রহণের সুযোগ দিব।’ অবশ্য ফর্মুলা ওয়ানের যে কোনো লড়াই মাঠে গড়ানোর আগে অসংখ্য ধাপ পাড়ি দিতে হবে।

সর্বশেষ খবর