বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লিভারপুল তারকার মৃত্যু

ক্রীড়া ডেস্ক

লিভারপুল তারকার মৃত্যু

লিভারপুলের জার্সিতে মাত্র একটা বছর খেলেছিলেন আইরিশ ফুটবলার মাইকেল জন রবিনসন। ওই এক মৌসুমেই তিনি তিনটা ট্রফি জয় করেন। ১৯৮৩-৮৪ মৌসুমে ইংলিশ লিগ জয়ের পাশাপাশি ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) এবং লিগ কাপ জয় করেন রবিনসন। কেবল লিভারপুলই নয়, ইংল্যান্ডে ম্যানসিটি, ব্রাইটন, কুইন্স পার্ক রেঞ্জার্স এবং প্রিস্টন নর্থ এন্ডের জার্সিতেও খেলেছেন এই আইরিশ স্ট্রাইকার। গোল করার দিক থেকে সবচেয়ে সফল ছিলেন ব্রাইটনে। এই ক্লাবের জার্সিতে ৩৭টি গোল করেছেন রবিনসন। ৬১ বছর বয়সে এই আইরিশ ফুটবলার পৃথিবীকে চিরবিদায় জানালেন। ২০১৮ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন রবিনসন। গতকাল তার পরিবারের পক্ষ থেকে এক টুইটার বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। লিভারপুল এক টুইটে লিখেছে, আমাদের সাবেক ফুটবলার মাইকেল রবিনসনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর