শিরোনাম
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাতিল হবে অলিম্পিক!

ক্রীড়া ডেস্ক

বাতিল হবে অলিম্পিক!

করোনাভাইরাস চিহ্নিত হওয়ার পর কেটে গেছে চারটি মাস। দীর্ঘ এই সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করেও ভাইরাসটির কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। অদূর ভবিষ্যতে পারবেন কি না তাও বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা চললেও আশার আলো দেখাতে পারছে না তেমন কেউ। এই নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বেশ চিন্তিত। কোনো প্রতিষেধক না পেলে আগামী বছর টোকিওতে অলিম্পিক গেমস আয়োজন করা সম্ভব হবে কী? আয়োজক কমিটির প্রেসিডেন্ট জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি বলেছেন, ‘জাপানে ভাইরাস নিয়ন্ত্রণে এলেও পৃথিবী থেকে এই মহামারী পুরোপুরি দূর না হলে অলিম্পিক গেমস আয়োজন করা কঠিন হবে।’ তবে ভ্যাকসিন আবিষ্কার করা গেলে ভিন্ন কথা। সেক্ষেত্রে কী অলিম্পিক গেমস আবার  পেছানো হবে? মোরি বলছেন, ‘পেছানোর কোনো সুযোগ নেই আর। সেক্ষেত্রে অলিম্পিক গেমস বাতিল করতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর